Latest Post

Monday, April 23, 2018

তারেক বাংলাদেশের নাগরিক নন প্রতিমন্ত্রী | তারেকের উকিল নোটিস | দেশে ফেরা...

SHARE




তারেক বাংলাদেশের নাগরিক নন প্রতিমন্ত্রী | তারেকের উকিল নোটিস | দেশে ফেরানো কঠিন শাহদিন মালিক | তারেক পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটা দেখান: রিজভী |
যুক্তরাজ্যের হোম অফিসের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার একটি নথি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘তার হিসাবে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার তারেকের পক্ষে দলের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আইনি নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে হয় বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে, নয়তো ক্ষমা চাইতে হবে। এর কোনোটিই না করলে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
State Minister for Foreign Affairs Shahriar Alam has said that the BNP acting chairman is no longer a citizen of Bangladesh.
BNP acting chairman Tarique Rahman gave legal notice to State Minister for Foreign Affairs Shahriar Alam. On Monday, Tarique's legal adviser, lawyer Kaiser Kamal, sent a legal notice to the Foreign Ministry's address. Within 10 days of getting the notice, it is necessary to prove the authenticity of the statement, or to seek forgiveness. If any of this is not done, the notice will be filed against the minister.



SHARE

Author: verified_user

0 comments: